বাসস বিদেশ-৯ : লসএঞ্জেলসের বাণিজ্যিক ভবনে আগুন : ১১ দমকলকর্মী আহত

105

বাসস বিদেশ-৯
যুক্তরাষ্ট্র-ক্যালিফোর্নিয়া-আগুন
লসএঞ্জেলসের বাণিজ্যিক ভবনে আগুন : ১১ দমকলকর্মী আহত
লসএঞ্জেলস, ১৭ মে, ২০২০ (বাসস ডেস্ক) : লসএঞ্জেলসের উপকন্ঠে একটি বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে ১১ জন দমকলকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।
কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যায় ঔ ভবনে আগুন লাগার পর প্রচন্ড বিস্ফোরণ ঘটে এবং পার্শবর্তী এলাকার বিভিন্ন ভবনে তা ছড়িয়ে পড়ে। খবর এএফপি’র।
লসএঞ্জলসের দমকল বিভাগের প্রধান র‌্যালফ টেরাজাস সাংবাদিকদের বলেন, ‘কর্মীরা আগুন নেভাতে ভবনটির ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে এটিকে ছোটখাট অগ্নিকান্ড বলে মনে করা হয়েছিল। আগুন আশেপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে কর্মীরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা চালায়। তিনি বলেন, কর্মীরা ভবনের ছাদ এবং নীচতলা ত্যাগের সময় বিষ্ফোরণ ঘটে।
লসএঞ্জেলসের মেয়র এরিক গারসেটি বলেছেন,‘ তিন দমকলকর্মীর অবস্থা গুরুতর তবে তাদের জীবনের ঝুকি নেই।’
বাসস/অনু- জেজেড /১৬৫০/-জেহক