লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে

451

মন্টেভিডিও, ১৭ মে, ২০২০ (বাসস ডেস্ক) : লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। সরকারী সূত্রে প্রাপ্ত তথ্য সমন্বয় করে এএফপি এ হিসাব প্রকাশ করে।
আক্রান্তদের প্রায় অর্ধেকই এ অঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলের । ব্রাজিলে এ পর্যন্ত ১৫ হাজারের বেশী লোকের মৃত্যু হয়েছে।
সরকারী সূত্র এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যের ভিত্তিতে প্রাপ্ত এই হিসাবের সঙ্গে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার ব্যাপক ব্যবধান রয়েছে। টেস্টের সংখ্যা ও হাসপাতালে মৃত্যুর সংখ্যার ভিত্তিতে হিসাবের বাইরে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা রয়েছে। অনেক দেশেই টেস্টের সংখ্যা আক্রান্তের তুলনায় নগণ্য।
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে এবং ৩ লাখ ৯ হাজার লোকের মৃত্যু হয়েছে। তাছাড়া ১৬ লাখ লোক করোনামুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।