দক্ষিণ ইয়েমেনে লড়াইয়ে ১৪ যোদ্ধা নিহত

224

এডেন, ১৭ মে, ২০২০ (বাসস ডেস্ক) : ইয়েমেনে সরকারী বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের মধ্যে লড়াইয়ে শনিবার ১৪ জন মারা গেছে।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবেয়ানে ছয়দিন ধরে এই লড়াই চলছে। লড়াইরত উভয় বাহিনীর সূত্র থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় নগরী এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে জিনজিবারের উপকন্ঠে সরকারী বাহিনীর হামলা মোকাবেলা করছে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারী বাহিনীর এক সামরিক কর্মকর্তা এএফপিকে জানান,শনিবারের হামলায় ১০ জন সরকারী সেনা সদস্যসহ ১৪ জন নিহত হয়েছে।
লড়াইয়ের ফ্রন্টলাইন থেকে এক সেপারেটিস্ট কমান্ডার এএফপিকে বলেছেন, সরকারী বাহিনী আর জিনজিবারের দিকে আগাতে পারবে না, এটা একমাত্র আমাদের লাশের ওপর দিয়েই সম্ভব।
গত ২৬ এপ্রিল ইয়েমেনের দক্ষিণাঞ্চলের স্বশাসনের ঘোষণার পরে এই প্রথম সেখানে বড় আকারের সংঘর্ষে জড়িয়ে পড়ে সরকার সমর্থক ও বিরোধী পক্ষ।