বাজিস-৫ : ফেনীতে একদিনে আক্রান্ত ৩১ জনসহ মোট করোনা শনাক্ত ৬১

121

বাজিস-৫
ফেনী-করোনা
ফেনীতে একদিনে আক্রান্ত ৩১ জনসহ মোট করোনা শনাক্ত ৬১
ফেনী, ১৭ মে, ২০২০ (বাসস) : জেলায় একদিনে সর্বোচ্চ ৩১ জন আক্রান্তসহ মোট ৬১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে এ তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ৯ মে হতে ১৬ মে পর্যন্ত ৭দিনে ফেনীতে ৫৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এর আগে ১৬ এপ্রিল হতে ৯ মে পর্যন্ত ফেনীতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, শনিবার নতুন শনাক্ত ৩১ জনের মধ্যে ফেনী সদরের ১২ জন, পরশুরামে ৪ জন, ছাগলনাইয়ায় ৪ জন, ফুলগাজীতে ২ জন, দাগনভূঞায় ৪ জন, সোনাগাজীতে ৪ জন ও ১ জন নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা, ফেনীতে যার নমুনা সংগ্রহ করা হয়েছিল। শনাক্তকৃতদের মধ্যে শিশু, চিকিসৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশসহ, সব বয়সী মানুষ রয়েছে। তবে শনাক্তকৃতদের মধ্যে কারও তেমন কোন উপসর্গ নেই। বেশিরভাগকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
তিনি জানান, এ পর্যন্ত ফেনীতে মোট ৯৪৯ টি নুমনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৮৩৪ টি নমুনার প্রতিবেদন পাওয়া গেছে, যার মধ্যে ৬১টি পজেটিভ এসেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ প্রদত্ত তথ্যমতে, এ পর্যন্ত ফেনী সদরে মোট ২২ জন, পরশুরামে ৪ জন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগনভূঞায় ৯ জন, সোনাগাজী উপজেলায় ৬ জন ও ফুলগাজী উপজেলায় ৪ আক্রান্ত হয়েছেন। এছাড়া ফেনীতে সংগৃহীত পাশ্ববর্তী উপজেলা মিরসরাই, চৌদ্দগ্রাম ও সেনবাগের ৩ বাসিন্দার নমুনা প্রতিবেদনও পজেটিভ এসেছে।
এর আগে গত ১৬ এপ্রিল ফেনীর ছাগলনাইয়ায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।
বাসস/সংবাদদাতা/১৪২৫/কেজিএ