ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ২ লাখ ৩০ হাজারের বেশি

240

সাওপাওলো, ১৭ মে, ২০২০ (বাসস ডেস্ক) : ব্রাজিলে কোভিট-১৯-এ মৃতের সংখ্যা শনিবার ১৫ হাজার ছাড়িয়ে গেছে। এখানে ২ লাখ ৩০ হাজারের বেশি লোক আক্রান্ত। দেশটির সরকারি হিসেবে এ তথ্য দেয়া হয়। আক্রান্তের সংখ্যার দিক থেকে দেশটি এখন বিশে^ চতুর্থ অবস্থানে রয়েছে। খবর এএফপি’র।
ল্যাটিন আমেরিকার দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫ হাজার ৬৩৩ এবং আক্রান্তের সংখ্যা মোট ২ লাখ ৩৩ হাজার ১৪২ জনে পেঁছেছে। ব্রাজিল এখন ল্যাটি আমেরিকায় সংক্রমনের কেন্দ্রবিন্দু অথচ দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো একে একটি ‘ছোট্ট ফ্লু’ বলে উড়িয়ে দিয়েছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন বেশি পরীক্ষা করলে দেখা যাবে প্রকৃত সংখ্যা সরকার প্রদত্ত এ সংখ্যার চেয়ে ১৫ গুণেরও বেশি।
দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনায় ৮১৬ জনের মৃত্যু এবং ১৪ হাজার ৯১৯ জন আক্রান্ত হয়েছে।