বাসস দেশ-৩৩ : সুরকার আজাদ রহমানের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

233

বাসস দেশ-৩৩
শিক্ষামন্ত্রী-শোক
সুরকার আজাদ রহমানের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
ঢাকা, ১৬ মে ২০২০ (বাসস) : বিখ্যাত সুরকার, গুণী সংগীতজ্ঞ আজাদ রহমানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি।
আজ এক শোক বার্তায় তিনি বলেন, ওস্তাদ আজাদ রহমান বাংলা খেয়াল রচনা, চর্চা ও প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বাংলা খেয়ালের প্রবর্তক। আজাদ রহমানের সুর ও সংগীত পরিচালনায় ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ এবং ‘সংগ্রাম সংগ্রাম সংগ্রাম’ এই গানগুলো উনসত্তরের গণ-অভ্যুত্থান ও একাত্তরের অসহযোগ আন্দোলনে সংগ্রামী গণমানুষকে অনুপ্রেরণা দিয়েছে।
শিক্ষামন্ত্রী শোক বার্তায় বলেন, দেশবরেণ্য শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক আজাদ রহমানের মৃত্যু সংগীতাঙ্গনের এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় তিনি মরহুম আজাদ রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/বিকেডি/২০৪৯/স্বব