বাসস ক্রীড়া-১৭ : বিশ্বকাপের ফাইনাল হওয়া ওয়াংখেড়ে স্টেডিয়াম হবে ‘কোয়ারেন্টিন সেন্টার’

234

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-মুম্বাই
বিশ্বকাপের ফাইনাল হওয়া ওয়াংখেড়ে স্টেডিয়াম হবে ‘কোয়ারেন্টিন সেন্টার’
ঢাকা, ১৬ মে ২০২০ (বাসস) : ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হওয়া মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম হতে যাচ্ছে ‘কোয়ারেন্টিন সেন্টার’।
বৃহানমুম্বাই মিউনিসিপাল করপোরেশন (বিএমসি)এ সিদ্বান্ত নিয়েছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ইতোমধ্যেই কোয়ারেন্টিন সেন্টার করার নির্দেশ দিয়েছে বিএমসি।
বিএমসি এক বিবৃতিতে জানায়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘কোয়ারেন্টিন সেন্টার’ করার জন্য যেসব নির্দেশ দেয়া হয়েছে, তা অমান্য করলে ইন্ডিয়ান পেনাল কোডের ১৮৮ ধারায় অ্যাকশন নেয়া হবে।
এই ‘কোয়ারেন্টিন সেন্টার’এ কোভিড-১৯ এ পজিটিভ আক্রান্তদের পাশাপাশি জরুরি স্টাফদের ‘এ’ ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে।
বাসস/এএমটি/২০২১/স্বব