বাসস ক্রীড়া-১৬ : দুস্থ-অসহায় ও অসচ্ছ্বল ক্রিকেটারদের পরিবারের পাশে কোয়াব

225

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-কোয়াব
দুস্থ-অসহায় ও অসচ্ছ্বল ক্রিকেটারদের পরিবারের পাশে কোয়াব
ঢাকা, ১৬ মে ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে অসহায়দের পাশে দাঁড়ানোর সিদ্বান্ত নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
রাজধানীর ৬শ দরিদ্র-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিবে কোয়াব। এছাড়াও, অসচ্ছ্বল ক্রিকেটারদের পরিবারের আর্থিক সহায়তার কথা জানিয়েছে দেশের ক্রিকেটারদের ভালো-মন্দ দেখভালের একমাত্র সংগঠন কোয়াব।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানিয়েছে কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
আগামীকাল দুপুর ১২ টায়, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ‘করোনা সংকটে কোয়োবের প্রচেষ্টা’ শিরোনামে রাজধানীর ৬শ কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবে কোয়াব।
এছাড়া দেশব্যাপী সাবেক, বর্তমান ক্রিকেটার ও ক্রিকেটারদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা দেবে সংগঠনটি।
বাসস/এএমটি/২০১৯/স্বব