বাসস ক্রীড়া-১৫ : বাগেরহাটে ৩শ শাড়ি-লুঙ্গি দিলেন রুবেল

238

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-রুবেল
বাগেরহাটে ৩শ শাড়ি-লুঙ্গি দিলেন রুবেল
ঢাকা, ১৬ মে ২০২০ (বাসস) : করোনাভাইরাসে অসহায় মানুষকে সহায়তার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। ইতোমধ্যে নিজ উদ্যোগে আর্থিক সহায়তা করার পাশাপাশি, তিনবার অসহায়দের খাবারের ব্যবস্থা করেন তিনি। এরমধ্যে একবার মিরপুরে ও অন্য দু’বার নিজ এলাকা বাগেরহাটে।
এছাড়াও মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য বাগেরহাটে ২০টি ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দেন রুবেল।
এবার বাগেরহাটে নিজ এলাকার অসহায় মানুষদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করলেন রুবেল।
শনিবার দুপুরে বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি এলাকার ৩শ মানুষের বাড়ি-বাড়ি গিয়ে শাড়ি ও লুঙ্গি পৌঁছে দেন রুবেল। ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের মুখে হাসি ফোটাতেই তার এমন উদ্যগ।
পরে নিজের ফেসবুকে ছবিসহ স্ট্যাটাস দেন রুবেল, ‘করোনায় সবার মাঝে একটা অদৃশ্য আতঙ্ক কাজ করছে। মানসিক অবস্থা ভালো নেই কারও। এর মাঝে আমাদের প্রিয় উৎসব ঈদ সামনে। বরাবর আমরা যেভাবে ঈদ উদযাপন করি এবার তেমনটা হচ্ছে না। বিশেষ করে গরীব দুস্থ মানুষের জন্য ব্যাপারটা আরো কঠিন। করোনার কালো অধ্যায়ে তাই সিদ্ধান্ত নিলাম আমি আমার বাগেরহাটে ৩শ দুস্থ মানুষদের ঈদের দিনটা রঙিন করতে ঈদ উপহার দেব। আমার বিশ্বাস বিত্তশালী অনেকেই সমাজের দুস্থ মানুষদের ঈদের দিনটা রাঙাতে চাইবেন।’
বাসস/এএমটি/২০১৮/স্বব