ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ২৪ অভিবাসি শ্রমিক নিহত : আহত ৩৬

259

অরাইয়া, ১৬ মে, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতের উত্তর প্রদেশে শনিবার ভোরে অভিবাসি শ্রমিকদের বহনকারী একটি ট্রেইলার ট্রাক এবং অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৪ জন শ্রমিক নিহত এবং অপর ৩৬ জন আহত হয়।
পিটিআইকে পুুলিশ কর্মকর্তা সুরেন্দ্র যাদব জানান, উভয় ট্রাকই শ্রমিক বহন করছিল। রাত ৩টা থেকে সাড়ে ৩ টার মধ্যে মুহাওলিতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ২৪ জন মারা যায় এবং ৩৬ জন আহত হয়। রাজস্থান থেকে ৫০ জন শ্রমিক নিয়ে আসা ট্রেইলারের সঙ্গে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। কানপুর ডিভিশনের অধীন অরাইয়া উত্তরপ্রদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং জাতীয় মহাসড়ক -১৯ এখান দিয়েই গেছে, এই এলাকাটি দিল্লী থেকে ৪০০ কিলোমিটার এবং লক্ষ্মৌ থেকে ২০০ কিলোমিটার দূরে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ এই হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।