বাসস ক্রীড়া-৫ : এটিপি ট্যুর বাতিলের সিদ্ধান্ত ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হলো

102

বাসস ক্রীড়া-৫
টেনিস-এটিপি
এটিপি ট্যুর বাতিলের সিদ্ধান্ত ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হলো
প্যারিস, ১৬ মে ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে বিশ^ব্যপী সব ধরনের এটিপি ট্যুর বাতিলের সিদ্ধান্ত ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এটিপি চেয়ারম্যান আন্দ্রে গুয়াডেঞ্জি এক বিবৃতিতে গতকাল এই ঘোষনা দিয়েছে।
নতুন করে বাতিলের এই সিদ্ধান্তে এই সময়ের মধ্যে অনুষ্ঠিতব্য হামবুর্গ, বাস্টা, নিউপোর্ট, লস ক্যাবোস, জিস্টাড, উমাগ, আটালান্টা ও কিটজবুহেলের এটিপি ইভেন্টসগুলো আর অনুষ্ঠিত হচ্ছে না।
গুয়াডেঞ্জি আরো বলেছেন, ‘টেনিস সমর্থক, খেলোয়াড় ও বিশ^জুড়ে টুর্নামেন্ট আয়োজকদের মতই আমরা এভাবে ট্যুরগুলো বাতিল হয়ে যাওয়ায় দারুন হতাশ। সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব ট্যুরগুলো পুনরায় শুরু করার বিভিন্ন বিকল্প ব্যবস্থা নিয়েও আমরা কাজ করে যাচ্ছি। এমনকি মৌসুমের শেষে নতুন কোন তারিখ নির্ধারনের বিষয়টিও আমাদের পরিকল্পনায় আছে। তবে যে সিদ্ধান্তই আমরা নেই না কেন টেনিস কমিউনিটি ও জনগনের স্বাস্থ্যের নিরাপত্তাই আমাদের প্রথম লক্ষ্য।’
বিবৃতিতে আরো বলা হয়েছে আগামী মাসের মাঝামাঝিতে ট্যুর ইভেন্টসগুলো নিয়ে পরবর্তী আপডেট জানানো হবে।
এদিকে ডব্লিউটিএ জানিয়েছে কার্লশ্রু ও পালেরমোর ইভেন্টগুলো নিয়ে আগামী মাসে নতুন কোন ক্যালেন্ডার ঘোষনা করা হবে।
আইটিএফ জানিয়েছে আইটিএফ জুনিয়র্স, সিনিয়র্স, ইউনিক্লো হুইলচেয়ার টেনিস ট্যুর, বিচ টেনিস ট্যুরসহ পুরুষ ও নারীদের আইটিএফ ওয়ার্ল্ড টেনিস ট্যুর বাতিল হয়ে যেতে পারে।
বাসস/নীহা/১৮১১/স্বব