বাসস ক্রীড়া-৩ : ২৫ জুন ২০২৩ নারী বিশ^াকাপের স্বাগতিক বাছাই করবে ফিফা

102

বাসস ক্রীড়া-৩
ফুটবল-বিশ^কাপ
২৫ জুন ২০২৩ নারী বিশ^াকাপের স্বাগতিক বাছাই করবে ফিফা
বার্ন, ১৬ মে ২০২০ (বাসস) : আগামী ২৫ জুন ফিফা কাউন্সিলের অনলাইন সভায় ২০২৩ নারী বিশ^কাপের স্বাগদিক দেশ বেছে নেয়া হবে। বিশ^ ফুটবলের নিয়ন্ত্রন সংস্থার একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
নারী বিশ^কাপের ইতিহাসে এই প্রথমবারের মত সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ বিডিং প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। একটি স্বচ্ছ, নিরপেক্ষ বিডিং প্রক্রিয়ার মাধ্যমেই স্বাগতিক দেশ বাছাই করা হবে। ব্রাজিল, কলম্বিয়া, জাপানের সাথে বিডে যৌথভাবে অংশ নেয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এদের মধ্যে কোন দেশই এর আগে নারী বিশ^কাপের আয়োজক হতে পারেনি।
আগামী মাসে আদ্দিস আবাবায় ফিফার যে কাউন্সিল সভা হবার কথা ছিল সেখানেই স্বাগতিক দেশের নাম ঘোষনা করা হতো। কিন্তু করোনাভাইরাসের কারনে সেই সভা বাতিল হয়ে যায়।
চারটি বিডের মূল্যায়ন রিপোর্ট জুনের শুরুতে প্রকাশ করা হবে বলে ফিফা জানিয়েছে। গত ডিসেম্বরে এই বিড থেকে সড়ে দাঁড়ায় দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই প্রথমবারের মত ২০২৩ বিশ^কাপে ৩২টি দেশ অংশ নিতে যাচ্ছে। ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত সর্বশেষ বিশ^কাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল ২৪টি।
বাসস/নীহা/১৮০৯/স্বব