বাসস বিদেশ-৮ : ইরানে ফরাসী শিক্ষকের ৫ বছরের কারাদন্ড

105

বাসস বিদেশ-৮
ইরান-ফ্রান্স-বিচার
ইরানে ফরাসী শিক্ষকের ৫ বছরের কারাদন্ড
তেহরান, ১৬ মে, ২০২০ (বাসস ডেস্ক): ইরানী বংশোদ্ভূত এক ফরাসী শিক্ষককে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে শনিবার তাকে এই সাজা দেয়া হয়। অভিযুক্তের আইনজীবী একথা জানায়। খবর এএফপি’র।
আইনজীবী দাহঘান বলেন, ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং উদ্দেশ্যমূলকভাবে তথ্য সংগ্রহ করায় ফারিবা আদেলখাহ’কে পাঁচ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। তিনি বলেন, তার মক্কেলকে এ দীর্ঘ পাঁচ বছরের কারাদন্ড ভোগ করতে হবে বলে ধারণা করা হচ্ছে। এই আইনজীবী আরো বলেন, তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।
বাসস/এমএজেড/১৭৩৩/জেহক