এবার চোটের দুঃসংবাদ পেলেন হাসান

321

করাচি, ১৫ মে ২০২০ (বাসস) : গত বুধবার আগামী মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েন পেসার হাসান আলি। বাদ পড়ার কষ্ট ভুলতে না ভুলতেই ছয় মাসের জন্য মাঠের বাইরে থাকার দুঃসংবাদ শুনতে হলো তাকে।
২০১৯ সালে পিঠ ও পাঁজরের চোটের কারণে তিন মাস মাঠের বাইরে ছিলেন হাসান। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে আবারো মাঠে ফিরেছিলেন তিনি। করোনাভাইরাসের কারনে গেল মার্চে পিএসএল শেষ না হতেই সামপ্তি ঘটে। দীর্ঘদিন গৃহবন্দি থাকলেও হঠাৎ করে পুরোনো চোট আবারও জেগে উঠেছে হাসানের।
এ চোটের কারণে অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে হাসানকে। এমনটা জানিয়েছে পিসিবি। তাই হাসানকে পর্যবেক্ষণে রাখবে পিসিবির মেডিকেল টিম।
পিসিবি এটিও জানিয়েছে, চিকিৎসকরা যদি অস্ত্রোপচারের পরামর্শ দেন তবে তাড়াতাড়িই তা সম্পন্ন করা হবে।