বাসস ক্রীড়া-১৫ : লোশন-টুথপেস্ট কিনতে গিয়ে বিপাকে পড়লেন হেরলিচ

130

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-হেইকো হেরলিচ
লোশন-টুথপেস্ট কিনতে গিয়ে বিপাকে পড়লেন হেরলিচ
মিউনিখ, ১৫ মে ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে দু’মাস পর আগামীকাল থেকে শুরু হচ্ছে জার্মান বুন্দেসলিগা। মাঠে নামছে ১২টি দল। এই ১২ দলের মধ্যে খেলা রয়েছে অগসবুর্গ ও ভলফসবুর্গ। কিন্তু ভলফসবুর্গের বিপক্ষে কোচ হিসেবে ডাগআউটে থাকবেন না অগসবুর্গের কোচ হেইকো হেরলিচ । কারন কোয়ারেন্টাইন ভেঙ্গে হোটেলের বাইরে গিয়ে সুপারমার্কেটে লোশন-টুথপেস্ট কিনেছেন হেরলিচ। তাতেই তাকে আগামীকালের ম্যাচে দলের সাথে থাকতে নিষেধ করেছে অগসবুর্গ ক্লাব কর্তপক্ষ।
এক বিবৃতিতে অগসবুর্গ ক্লাব কর্তপক্ষ জানিয়েছে, ‘অগসবুর্গের কোচ হেরলিচ কিছুক্ষনের জন্য হোটেলের বাইরে গিয়েছিলেন। কোয়ারেন্টিনের নিয়ম ভঙ্গ করেছেন তিনি। তাই দলের খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্য ঝুঁিক কারনে আগামীকালের ম্যাচে সে দলের সাথে থাকবেন না।’
৪৮ বছর বয়সী অগসবার্গ কোচ হেরলিচ নিজের দোষ স্বীকার করেছেন। তিনি বলেন, ‘হোটেল ছেড়ে বাইরে যাওয়ায় আমি ভুল করেছি। আমাদের সবার এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। আমাদের মাস্ক পরতে হবে। এখন একটি হোটেলে কোয়ারেন্টিনে আছি। আমাদের হোটেল ছাড়ায় নিষেধাজ্ঞা আছে। কিন্তু আমার টুথপেস্ট ও হাতের লোশন শেষ হয়ে গিয়েছিল। তাই হোটেলের পাশে সুপারমার্কেটে গিয়েছিলাম আমি। সেখানে গিয়ে দেখি, আমি মাস্ক পরিনি, তাই সেটা নিতে আবার ফিরেছি। এমন ভুল করায়, দলের সাথে থাকাটা আমার উচিত হবে না। তাই ভলফসবুর্গের বিপক্ষে ম্যাচে আমি ডাগআউটে থাকবো না।’
বাসস/এএমটি/১৮০০/স্বব