বাসস ক্রীড়া-১৩ : ভূতুরে হোটেল, নেই কোন রুম সার্ভিস

137

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-হোটেল
ভূতুরে হোটেল, নেই কোন রুম সার্ভিস
বার্লিন, ১৫ মে ২০২০ (বাসস) : জার্মান বুন্দেসলিগাকে সামনে রেখে বিভিন্ন দল বিভিন্ন হোটেলে অবস্থান করছে। সবগুলো হোটেল যেন ভূতুরে অবস্থায় রয়েছে। বুন্দেসলিগা কর্তৃপক্ষের ঠিক করে দেয়া বিশেষ হোটেলে থাকতে হবে খেলোয়াড়দের। মিউনিখের একটি হোটেলে থাকবেন বায়ার্ন মিউনিখের ফুটবলাররা। সেই হোটেলে জার্মান সরকারের তরফ থেকে দেয়া নির্দেশ মেনে চলতে হবে ফুটবলারদের।
ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বায়ার্নের এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেন, ‘কঠিন পরিস্থিতির মধ্যে সময় যাচ্ছে আমাদের। সরকারের তরফে যা নির্দেশ দেওয়া হয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করাই আমাদের কর্তব্য। সব ফুটবলারকে সরকারি নির্দেশাবলী দেওয়া হয়েছে।’
নির্দেশাবলিগুলো মনে করিয়ে দিয়েছেন রুমেনিগে।
প্রথমত, হোটেলে নিজের ঘর থেকে বাইরে বেরোলেই মাস্ক পরতে হবে।
দ্বিতীয়ত, সকালের নাস্তা-মধ্যাহ্নভোজন এবং রাতে খাবার টেবিলে একসঙ্গে দু’জনের বেশি বসতে পারবেন না। নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে টেবিলগুলিকেও।
তৃতীয়ত, একটি ঘরে একজন ফুটবলারই থাকতে পারবেন এবং তাঁকে নিজের বিছানা নিজেকেই পরিষ্কার করতে হবে। রুমের সকল কাজ নিজেকেই করতে হবে। কোনও রুম সার্ভিস থাকবে না।
চতুর্থত, বাইরে থেকে খাবার আনা যাবে না। রুমে খাবার খাওয়া যাবে না। হোটেলের ক্যাফেটেরিয়াতে খাবার খেতে হবে।
পঞ্চমত, ফুটবলারদের পরিবারের কোনও সদস্যকে হোটেল চত্বরে ঢুকতে দেওয়া হবে না। ফোন করতে হলে হোটেলের ঘরে বসেই করতে হবে। হোটেলের ঘরের বাইরে পা রাখা যাবে না।
বুন্দেসলিগার চিফ এক্সিকিউটিভ অফিসার ক্রিশ্চিয়ান সাইফার্ট বলেন, ‘আমরা মনে করি, প্রত্যেক ফুটবলার এই নিয়মগুলি পালন করার ক্ষেত্রে দায়িত্বশীল হবেন।’
এছাড়া অনুশীলনে যাবার আগে, অনুশীলন চলাকালীন ও অনুশীলন শেষেও সরকারের নির্দেশনা মানতে হবে সকলকে।
বাসস/এএমটি/১৭৫৮/স্বব