বাসস ক্রীড়া-৮ : নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করলো আয়ারল্যান্ড

116

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-আয়ারল্যান্ড
নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করলো আয়ারল্যান্ড
ডাবলিন, ১৫ মে ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে ঘরের মাঠে নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করলো ক্রিকেট আয়ারল্যান্ড।
আগামী ১৯ জুন থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলার সূচি নির্ধারন ছিলো আয়ারল্যান্ডের।
নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই শেষে পাকিস্তানের মুখোমুখি হবার সূচি ছিলো আয়ারল্যান্ডের। ১২ ও ১৪ জুলাই ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে দু’টি টি-২০ খেলার সূচি ছিলো আইরিশদের। কিন্তু দু’টিই সিরিজই স্থগিত করতে বাধ্য হলো আয়ারল্যান্ড।
আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর রয়েছে আয়ারল্যান্ডের। সেটিও অনিশ্চয়তার মুখে। অবশ্য সিরিজটি এগিয়ে আনার পরিকল্পনা করছে ইংলিশরা। এখনো কোন কিছু চূড়ান্ত হয়নি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহি ওয়ারেন ডিউট্রম জানান, ‘নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ দু’টি স্থগিত করা হলো। দুই ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেই স্থগিত করা হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এই মূর্হুতে কোন ভ্রমনে রাজি নয়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ এখনও আলোচনার মধ্যে আছে।’
বাসস/এএমটি/১৭৫৪/স্বব