বাসস দেশ-৩৫ : জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

204

বাসস দেশ-৩৫
শোক- জাবি উপাচার্য
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ মে ২০২০ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক ড. আনিসুজ্জামান বাংলাভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। স্বাধীনতা-পরবর্তী দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ হিসেবে তিনি সকলের শ্রদ্ধাভাজন ছিলেন।
তিনি বলেন, দেশ ও মানুষের যে কোনো বিপর্যয়ে তিনি যুক্তি, ন্যায়, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক মতামত ও দিক নির্দেশনা প্রদান করে বাতিঘর হিসেবে জনমনে স্থান করে নিয়েছিলেন। তার চলে যাওয়ায় রাষ্ট্র ও সমাজ জীবনে যে শূণ্যতা তৈরি হলো, তা পূরণ হবার নয়।
উপাচার্য তাঁর শোক বার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবার ও স্বজনদের সমবেদনা জ্ঞাপন করেন।
অধ্যাপক ড. আনিসুজ্জামান আজ বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বাসস/সবি/কেসি/২১৫০/স্বব