বাসস বিদেশ-১১ : হু’র শীর্ষ কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ বুরুন্ডির

114

বাসস বিদেশ-১১
বুরুন্ডি- ভাইরাস
হু’র শীর্ষ কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ বুরুন্ডির
নাইরোবি, ১৪ মে, ২০২০(বাসস ডেস্ক) : বুরুন্ডি বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ প্রতিনিধি এবং আরো তিন বিশেষজ্ঞকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। তারা করোনা মোকাবেলায় বুরন্ডি সরকারের কাজে সমন্বয় করছিল।
বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে এ নির্দেশ দেয়।
গত ১২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা সদর দপ্তর বরাবরে দেয়া এ চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই চার কর্মকর্তাকে বুরন্ডিতে অগ্রহণযোগ্য উল্লেখ করে শুক্রবারের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বুরুন্ডির একজন কর্মকর্তা জানান, হু’র এই পুরো দল কোভিড-১৯ মোকাবেলায় তার দেশের সরকারকে সহায়তা করছিল।
তিনি বলেন, করোনা ব্যবস্থাপনায় অগ্রহণযোগ্য হস্তক্ষেপের কারণে স্বাস্থ্য মন্ত্রী পুরো দলকে বহিস্কার করেছে।
তবে চিঠিতে কোন কারণ উল্লেখ করা হয়নি। এদিকে দেশটিতে আগামী ২০ মে প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বাসস/জুনা/২০১০/জেহক