বাসস ক্রীড়া-৭ : ইসিবি থেকে চাপ নেই : বাটলার

111

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-বাটলার
ইসিবি থেকে চাপ নেই : বাটলার
লন্ডন, ১৪ মে ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বাইরে খেলোয়াড়রা। তবে ক্রিকেটকে পুনরায় চালুর পরিকল্পনা করা হচ্ছে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতোমধ্যে জানিয়েছে, যদি পরিস্থিতির উন্নতি হয় তবে আগামী জুলাইয়ে ক্রিকেট ফেরানোর পরিকল্পনা রয়েছে তাদের। তবে মাঠে ফেরার জন্য খেলোয়াড়দের উপর কোন চাপ দিচ্ছে না ইসিবি, এমনটা জানালেন দেশটির উইকেটরক্ষক-বাটসম্যান জশ বাটলার।
বিবিসি রেডিওকে এক সাক্ষাৎকারে বাটলার জানান, ‘ইতোমধ্যে খেলোয়াড়দের জন্য ইসিবির পক্ষ থেকে একটি গাইডলাইন দেয়া হয়েছে। সেটি হলো, মাঠে খেলা ফেরানোর চেষ্টা করা হচ্ছে, তবে খেলোয়াড়দের উপর কোন চাপ সৃষ্টি করা হবে না। ইসিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলসের বক্তব্য স্পষ্ট। সবার আগে খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তা। এরপর অন্য সববিছু। কোন খেলোয়াড় যদি মাঠে অনুশীলন বা খেলতে অস্বস্তিবোধ করে, তাকে অংশ নিতে হবে না।’
স্বাস্থ্য ঝুঁকি থাকলে বাটলার নিজেও মাঠে যাবেন না। তিনি বলেন, ‘স্বাস্থ্য ঝুঁকি থাকলে বা আমি যদি পরিস্থিতি নিরাপদ মনে না করি, আমি নিজেও মাঠে যাবো না। কারন আমার দ্বারা আমার পরিবার অসুস্থ হতে পারে। এটি কোন খেলোয়াড়ই চাইবে না।’
তবে দ্রুত অনুশীলনের জন্য মাঠে ফেরার ইঙ্গিত দিলেন বাটলার। তার আগে ইসিবি মেডিকেল টিমের সাথে আলোচনা করবেন তিনি, ‘আমাদের মেডিকেল টিমের উপর আমার ও আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা খেলোয়াড়দের সাথে সবকিছুই আলোচনা করে। গত দু’মাস ধরে তারা প্রতিদিনই আমাদের সাথে যোগাযোগ রাখছে। তাদের দিক-নির্দেশনাগুলো আমরা যথাযথভাবে পালন করেছি। ফিটনেস থেকে শুরু করে সবকিছুই। মেডিকেল টিমের সাথে আলোচনা করে আগামী দু’সপ্তাহের মধ্যে অনুশীলনের জন্য স্টেডিয়ামে যাবার চেষ্টা করবো।’
দলীয়ভাবে নয়, এককভাবে অনুশীলনে ফিরতে পারেন বাটলার। তিনি বলেন, ‘আমি সরকারের দিক-নির্দেশনা জানি। আশা করছি সামাজিক দূরত্ব মেনে দুই সপ্তাহের ভেতরে অনশীলন শুরু করতে পারি। নেটে বল থ্রো করার জন্য একজন লাগবে। অনুশীলন শেষে আবার নিজের গাড়িতে বাসায় ফিরে আসবো।’
দু’মাসের বেশি সময় ধরে মাঠে বাইরে ক্রিকেটাররা। এত বড় বন্ধে সুবিধা দেখছেন বাটলার, ‘বেশ কয়েক বছর পরে আমরা বড় ধরনের বন্ধই পেলাম। এতে খেলোয়াড়দেরই উপকার হবে। খেলোয়াড়দের বিশ্রামের খুব দরকার ছিল। আমার মনে হয় প্রত্যেকেই এই বিশ্রাম উপভোগ করেছে। মাঠে তরতাজা হয়ে সবাই ফিরবে।’
বাসস/এএমটি/১৭৪৫/স্বব

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-আর্চার
অদ্ভুত প্রস্তাব আর্চারের
লন্ডন, ১৪ মে ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে দু’মাস ধরে বিশ্ব ক্রীড়াঙ্গন স্থবির। কিছু কিছু ক্রিকেট বোর্ড মাঠে খেলা ফেরানোর পরিকল্পনা করছে। তবে সেটি হবে রুদ্ধদার স্টেডিয়ামে। এমন ঘোষনা ইতোমধ্যে দিয়ে রেখেছে ক্রিকেট বোর্ডগুলো।
ক্রিকেট বোর্ডগুলোর পরিকল্পনার সাথে একমত পোষণ করলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী পেসার জোফরা পেসার। সাথে দিলেন অদ্ভুত প্রস্তাবও।
রুদ্ধদার স্টেডিয়ামে খেলা হলেও, পুরো স্টেডিয়ামই থাকবে নীরব। শুধুমাত্র মাঠের ভেতর খেলোয়াড়দের কথা শুনতে পাওয়া যাবে। তবে স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক ছাড়াও, দর্শকদের চিৎকারের আয়োজন করার অভিনব প্রস্তাব দিলেন আর্চার। রেকর্ড করা দর্শকদের চিৎকার, গান-মিউজিক স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে বাজানোর প্রস্তাব দিয়েছেন ইংল্যান্ডের এই ডান-হাতি পেসার।
ডেইলি মেইলকে আর্চার বলেন, ‘দীর্ঘদিন হয়ে গেল, ক্রিকেট থেকে দূরে আমরা। তবে ক্রিকেট মাঠে ফেরানোর পরিকল্পনা চলছে। দর্শক ছাড়া ক্রিকেট খেলাটা কঠিনই হবে। তারপরও বর্তমান পরিস্থিতিতে সব মেনে নিতে হবে। তবে স্টেডিয়ামে দর্শকদের রাখার উপায়ও আছে। আর সেটি হলো, দর্শকদের করতালি-চিৎকার, গান-মিউজিক বাজিয়ে, দর্শকভরা স্টেডিয়ামের আবহ তৈরি করলে সেটি ভালো হবে। কেউ চার-ছক্কা মারলে, হাফ-সেঞ্চুরি ও সেঞ্চুরি করলে বা উইকেট পড়লে স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে শব্দের ব্যবস্থা করা যেতে পারে। তখন আমাদের মনে হবে না গ্যালারি শুন্য। তবে তাকিয়ে দেখার পর, সেটি খালি দেখলে, নিজের মনকে মানিয়ে নিবো।’
আগামী পহেলা জুলাই পর্যন্ত ইংল্যান্ডে সব ধরনের ক্রিকেট স্থগিত রেখেছে ইংল্যান্ড। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা ইংলিশদের। কারন জুলাই-আগস্টে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। অবশ্য ঐ দু’টি সিরিজের আগে প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে চায় ইংলিশরা। আইরিশদের সিরিজের সূচি আছে, সেপ্টেম্বরে।
এ ব্যাপারে আর্চার বলেন, ‘ক্রিকেট মাঠে ফেরানোর ভালো পরিকল্পনা হচ্ছে। তবে বর্তমান অবস্থা ভালো করে পর্যবেক্ষন করতে হবে। খেলোয়াড়-ম্যাচ অফিসিয়ালদের যাতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে বোর্ডকে।’
বাসস/এএমটি/১৭৫০/স্বব