জয়পুরহাটে প্রবীণদের মধ্যে বয়স্ক ভাতা বিতরণ

603

জয়পুরহাট, ১৩ মে, ২০২০ (বাসস) : করোনা মহামারীতে সমাজের অসহায় ৩০০ প্রবীণের হাতে আজ তুলে দেয়া হলো বয়স্ক ভাতা হিসাবে ৩ লাখ টাকা।
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দূর্গাদহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই ভাতা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়।
স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারের বয়স্ক ভাতা সুবিধার বাইরে রয়েছেন এমন প্রবীণদের হাতে মাসিক পরিপোষক হিসাবে ওই ভাতা তুলে দেয়া হয়। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনর (পিকেএসএফ) সহযোগিতায় জয়পুরহাট সদরের ভাদসা ইউনিয়ন, ধলাহার ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের ৩০০ অসহায় সুবিধা বঞ্চিত প্রবীণের প্রত্যেকের হাতে ১ হাজার করে মোট ৩ লাখ টাকা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, জাকস ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম বাদসা, সিনিয়র সহকারি পরিচালক খোরশেদ আলম, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু প্রমুখ।