বাজিস-৭ : মেহেরপুরে আম সংগ্রহের সময় নির্ধারণ

125

বাজিস-৭
আম-সংগ্রহ
মেহেরপুরে আম সংগ্রহের সময় নির্ধারণ
মেহেরপুর, ১৩ মে, ২০২০ (বাসস) : জেলার বাগান থেকে আম সংগ্রহ শুরু হবে আগামী ১৫ মে শুক্রবার থেকে। বিষমুক্ত আম প্রাপ্তির লক্ষ্যে ওইদিন থেকে জাত ভিত্তিক আম সংগ্রহের সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসক মো. আতাউল গনি।
আজ দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম ব্যবসায়ী, বাগান মালিক, কৃষি কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বৈঠকে উপস্থিতি ছিলেন।
জেলা কৃষি অফিসের দেয়া তথ্যমতে, অটি ও বোম্বাই জাতের আম সংগ্রহের মধ্যদিয়ে বাজারে আম বাজারজাত করা হবে। ১৫ মে থেকে অটি ও বোম্বাই জাতের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। প্রশাসনের বেঁধে দেয়া সময় অনুযায়ী হিমসাগর ২০ মে, ল্যাংড়া ৩১ মে, গোপালভোগ আম ১ জুন, ফজলী ২০ জুন, মল্লিকা ও আ¤্রপলি আম ১০ জুলাই, বিশ্বনাথ, আশ্বিনা ও বারি-৪ জাতের আম ২৫ জুলাই গাছ থেকে সংগ্রহ করা যাবে।
এ সময় মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কামরুল হক মিয়া বলেন- বেঁধে দেয়া সময়ে আম পাকা শুরু হবে। এই সময় থেকে আম সংগ্রহ করলে বিষ দিয়ে পাকানোর প্রয়োজন পড়বে না।
বাসস/সংবাদদাতা/১৮৪৫/কেজিএ