বাসস দেশ-১৯ : চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে আ.লীগ কাউন্সিলর প্রার্থীর মৃত্যু

127

বাসস দেশ-১৯
চট্টগ্রাম-কাউন্সিলর-প্রার্থী
চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে আ.লীগ কাউন্সিলর প্রার্থীর মৃত্যু
চট্টগ্রাম, ১৩ মে, ২০২০ (বাসস) : স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. হোসেন মুরাদ (৫০ করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ সকালে নগরীর মুন্সিপাড়া এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি । তার শরীরে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট ছিল এবং নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনি স্থগিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবার নগরের ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন এবং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
এ বিষয়ে উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ‘গত কয়েকদিন ধরে হোসেন মুরাদ ভাইয়ের জ্বর ছিল। রবিবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। কিন্তু পরীক্ষার রির্পোট এখনো আসেনি। এরমধ্যে বুধবার সকালে তার প্রচন্ড শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপর তিনি মারা যান।
বাসস/জিই/কেএস/ কেসি/১৯০৫/স্বব