বাসস দেশ-১৭ : ডিআইজি প্রিজন বজলুর রশীদকে জামিন দেয়নি ভার্চুয়াল কোর্ট

118

বাসস দেশ-১৭
জামিন-নাকচ
ডিআইজি প্রিজন বজলুর রশীদকে জামিন দেয়নি ভার্চুয়াল কোর্ট
ঢাকা, ১৩ মে ২০২০(বাসস) : অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (সাময়িক বরখাস্ত) বজলুর রশীদকে জামিন দেয়নি হাইকোর্ট।
বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে আজ তার জামিন আবেদনের ওপর শুনানি হয়।
আদালত দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মেজবাহুল ইসলাম আসিফ।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, গত জানুয়ারি মাসেও তার জামিন প্রশ্নে জারি করা রুল কিছু ডাইরেকশন দিয়ে খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। আজ শুনানি হয়েছে কিন্তু তিনি জামিন পাননি।
এর আগে গত ২৯ জানুয়ারি বজলুর রশীদের প্রশ্নে জারি করা রুল খারিজ করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এই মামলার তদন্ত ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে বলা হয় ওই আদেশে।
বাসস/ডিএ/১৮৫৫/-স্বব