বাসস ক্রীড়া-৯ : কোচিং স্টাফদের বেতন কাটার সিদ্ধান্ত নিলো এসিবি

111

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-আফগানিস্তান
কোচিং স্টাফদের বেতন কাটার সিদ্ধান্ত নিলো এসিবি
কাবুল, ১৩ মে ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে কোচিং স্টাফদের বেতন কাটার সিদ্ধান্ত নিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এসিবির প্রধান নির্বাহী লুতফুল্লাহ স্টানিকজাই এক বিবৃতিতে বলেন, ‘এ মাসে জাতীয় দলের কোচিং স্টাফদের বেতনের ২৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আর যদি আগামী জুনে জিম্বাবুয়ে বাতিল হয়ে যায়, তখন ৫০ শতাংশ বেতন কেটে নেয়া হবে।’
আফগানিস্তানের কোচিং স্টাফদের প্যানেলে আছেন, প্রধান কোচ ল্যান্স ক্লুজনার, ব্যাটিং কোচ হিল্টন অ্যাকারমান ও সহকারী কোচ নওরোজ মঙ্গল।
২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তান ক্রিকেটের দায়িত্ব পান ক্লুজনার। চলতি বছরের মার্চে দায়িত্ব নেন অ্যাকারমান। এ বছরই এসিবির সাথে চুক্তি শেষ হবে ক্লুজনার-অ্যাকারমানের।
এসিবির চুক্তিতে ৩২ জন সিনিয়র ক্রিকেটার এবং ৫৫ জন ঘরোয়া ক্রিকেটার রয়েছে। চুক্তিভিত্তিক খেলোয়াড়দের বছরের প্রথম কোয়ার্টারের বেতন দিয়েছে এসিবি। তবে জুনেও কোন খেলা না হলে, চুক্তি-বেতন নিয়ে আলোচনায় বসবে এসিবি।
বাসস/এএমটি/১৭৩০/স্বব