বাসস ক্রীড়া-৭ : ইংল্যান্ড সফর নিয়ে তাড়াহুড়া নেই পাকিস্তানের

116

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-পাকিস্তান
ইংল্যান্ড সফর নিয়ে তাড়াহুড়া নেই পাকিস্তানের
করাচি, ১৩ মে ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ইতোমধ্যে ক্রিকেটের বেশ কিছু দ্বিপাক্ষীক সিরিজ স্থগিত হয়েছে। ভবিষ্যতের সিরিজগুলোও হুমকির মুখে।
আগামী জুলাইয়ের শেষ দিকে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরের সুচি রয়েছে । সফরে তিনটি করে টেস্ট ও টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান। করোনা পরিস্থিতির কারণে এ সফর ইতোমধ্যেই হুমকিতে পড়ে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন সফর স্থগিত কিংবা হওয়ার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারন বর্তমানে ইংল্যান্ডের পরিস্থিতি খুবই খারাপ। আমরা সেদিকে নজর রাখছি। তাদের সাথে আমরা সর্বদা যোগাযোগ করছি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করছি। আমরা এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। তবে আগামী তিন থেকে চার সপ্তাহ আমরা সবকিছু আরও ভালোভাবে পর্যবেক্ষণ করবো এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিবো।’
আগামী শুক্রবার ইসিবির সাথে ভিডিও কনফারেন্স করবে পিসিবি বলে জানান ওয়াসিম, ‘বর্তমান পরিস্থিতি ও আগামী সফর নিয়ে আগামী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইসিবির সঙ্গে বৈঠক রয়েছে আমাদের। সেখানে আগামী সফর নিয়েও আলোচনা হবে।’
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), ইতোমধ্যে ঘোষণা দিয়েছে পহেলা জুলাইয়ের আগে কোন ক্রিকেট ম্যাচ তাদের দেশে অনুষ্ঠিত হবে না। আর এফটিপি অনুযায়ী, জুলাইয়ের ৩০ তারিখ থেকে ইংল্যান্ড-পাকিস্তানের তিন ম্যাচ টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-২০ সিরিজের সূচি রয়েছে।
তবে যাই হোক খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ওয়াসিম, ‘আমাদের দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারন প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই এ ব্যাপারে আমরা বেশ সর্তক ও সজাগ। এই পরিস্থিতিতে সহজেই সিদ্বান্ত নেয়া যাবে না। অনেক ভেবে-চিন্তে সিদ্বান্ত নিতে হবে। পুরো পৃথিবী সেভাবেই ভাবছে।’
করোনাভাইরাসে ইংল্যান্ডে ২ লাখ ২৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩২ হাজারের বেশি মানুষের।
এই ভাইরাসের কারনে গেল মার্চে শ্রীলংকার বিপক্ষে সিরিজ শুরুর আগেই দেশে ফিরে আসে ইংল্যান্ড। ভাইরাসটির কারণে এক বছর পিছিয়ে গেছে ইংল্যান্ডের বিগ বাজেটের বির্তকিত টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’।
বাসস/এএমটি/১৭২০/স্বব