বাসস বিদেশ-৭ : চীনের হাইনানে টাইফুন সন-তিনের আঘাত

160

বাসস বিদেশ-৭
চীন-টাইফুন
চীনের হাইনানে টাইফুন সন-তিনের আঘাত
হাইকৌ, ১৮ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ হাইনানের ওয়ানিংয়ে বুধবার স্থানীয় সময় ভোর ৪ টা ৫০ মিনিটের দিকে টাইফুন সন-তিন আঘাত হেনেছে। আর এটি ছিল এ বছরের নবম টাইফুন। স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
কর্তৃপক্ষ আরো জানায়, আঘাত হানার সময় টাইফুনটির ঘণ্টায় গতি ছিল ৪০ কিলোমিটার। এটি ঘণ্টায় প্রায় ২৫ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ দ্বীপে টাইফুন আঘাত হানার কারণে দ্রুত গতির ট্রেন সার্ভিস বুধবার বিকেল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
এদিকে হাইনান ও গুয়াংদংয়ের মধ্যদিয়ে যাওয়া কিয়ংঝু প্রণালীতে ফেরি চলাচল মঙ্গলবার বিকেল ৪ টা থেকে স্থগিত রাখা হয়েছে। মাছ ধরা সকল নৌযানকে পোতাশ্রয়ে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে।
বাসস/এমএজেড/১৫১৫/জুনা