বাজিস-৫ : শেরপুরে বোরো সংগ্রহ শুরু

130

বাজিস-৫
বোরো-সংগ্রহ
শেরপুরে বোরো সংগ্রহ শুরু
শেরপুর, ১৩ মে, ২০২০ (বাসস) : জেলায় বোরো চাল ধান সংগ্রহ শুরু হয়েছে। শেরপুর সরকারি খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন সরকার দলীয় হুইপ মো. আতিকুর রহমান আতিক।
আজ বেলা ১১ টায় জেলা খাদ্য গুদামে স্বাস্থ্যবিধি মেনে মিল মালিক ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে এই কর্মসুচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার প্রেসিডেন্ট আসাদুজ্জামান রোশন সহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এবার শেরপুর জেলায় ৫৪৬ জন মিল মালিক কাছ থেকে ২৪ হাজার ৯২৫ টন চাল ৩৬ টাকা কেজি দরে কেনা হবে। অপরদিকে আতপচাল ক্রয় করা হবে ২৪ জন চুক্তিবদ্ধ মিল মালিকের কাছ থেকে ২ হাজার ৪৫৭ টন, ধান কেনা হবে ১৬ হাজার ৫০৮ টন সরাসরি চাষিদের কাছ থেকে। তিনি আরো জানান কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে ধান চাল ক্রয় করা হবে। ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল ক্রয় অব্যাহত থাকবে।
বাসস/সংবাদদাতা/১৩৩৫/কেজিএ