চীনে নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হয়নি

332

বেইজিং, ১২ মে, ২০২০ (বাসস ডেস্ক) : চীন জানিয়েছে, দেশের অভ্যন্তরে মঙ্গলবার নতুন করে আর কেউ
করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। দেশটিতে পর পর দু’দিন আক্রান্তের সংখ্যা দুই অংকের হয়। এতে করোনার উৎস দেশ চীনে দ্বিতীয় ধাপে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা বৃদ্ধি পাওয়ার পর মঙ্গলবার এমন খবর এল। খবর এএফপি’র।
চীন তাদের দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ব্যাপকভাবে নিয়ন্ত্রণে আনলেও এখনো স্বল্প পরিসরে দেশটিতে এর বিস্তার দেখা যাচ্ছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টার অংশ হিসেবে সবকিছু খুলে দেয়ায় এক্ষেত্রে দ্বিতীয় ধাপে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
সোমবার চীনের স্বাস্থ্য কমিশন নতুন করে ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানায়। এদের মধ্যে পাঁচজন উহান নগরীর বাসিন্দা। এছাড়া নতুন আক্রান্তের সাত জন দেশের বাইরে থেকে এসেছে।
এর একদিন আগে চীন জানায়, বিগত প্রায় ১০ দিনের মধ্যে এই প্রথম দেশব্যাপী কোভিড-১৯ ভাইরাসে
আক্রান্তের সংখ্যা ডাবল-ডিজিটে বৃদ্ধি পেল। এ দিন তারা নতুন করে ১৪ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে। এক মাসেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম উহানে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা যায়।
সরকারি হিসাব অনুযায়ী, চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ৪ হাজার ৬৩৩ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৮২ হাজার ৯১৯ জনে দাঁড়িয়েছে।