বাসস দেশ-১৮ : চট্টগ্রামে করোনা মোকাবিলায় যোগ দিচ্ছেন ৬৬ জন চিকিৎসক

128

বাসস দেশ-১৮
চট্টগ্রাম- চিকিৎসক
চট্টগ্রামে করোনা মোকাবিলায় যোগ দিচ্ছেন ৬৬ জন চিকিৎসক
চট্টগ্রাম, ১২ মে, ২০২০ (বাসস) : করোনা মোকাবিলায় চট্টগ্রাম জেলায় ৬৬ জন চিকিৎসককে পদায়নের জন্য সুপারিশ করা হয়েছে। ৩৯তম বিসিএস এর অপেক্ষমাণ তালিকা থেকে নতুন করে সুপারিশপ্রাপ্ত ২ হাজার চিকিৎসকের মধ্য থেকে এ ৬৬ জনকে চট্টগ্রামে পদায়নের জন্য সুপারিশ করা হয়।
ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি স্বাস্থ্য অধিদফতর থেকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ এসব চিকিৎসকের যোগদানের কথা রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, ৬৬ জন নতুন চিকিৎসক চট্টগ্রাম জেলার জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ইতোমধ্যে একটি তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। মঙ্গলবার তারা যোগদান করার কথা। যোগদানের পর কয়েকদিনের মধ্যে করোনা চিকিৎসায় তাদের নির্ধারিত হাসপাতালসমূহে পদায়ন করা হবে।
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় অধিক চিকিৎসকের প্রয়োজনীয়তা অনুভব করে সরকার নতুন করে চিকিৎসক নিয়োাগ দেয়, যারা সারাদেশে সরকারি বিভিন্ন হাসপাতালগুলোতে দায়িত্ব পালন করবেন।
বাসস/জিই/কেএস/কেসি/২০০০/স্বব