বাসস বিদেশ-১১ : রাশিয়ায় ঘরে থাকার নির্দেশ তুলে নেয়া হচ্ছে ॥ বাড়ছে সংক্রমণ

142

বাসস বিদেশ-১১
রাশিয়া-ভাইরাস
রাশিয়ায় ঘরে থাকার নির্দেশ তুলে নেয়া হচ্ছে ॥ বাড়ছে সংক্রমণ
মস্কো, ১২ মে, ২০২০ (বাসস ডেস্ক) : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সোমবার বলেছেন, অধিকাংশ কর্মীর জন্যে ঘরে থাকার নির্দেশ চলতি সপ্তাহেই শেষ হচ্ছে।
এদিকে দেশটিতে করোনায় সংক্রমণ বেড়েই চলেছে। এ পর্যন্ত ২ লাখ ২০ হাজাররেরও বেশি লোক আক্রান্ত হয়েছে। প্রতিদিনই ১০ হাজারেরও বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে।
করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বে রাশিয়ার অবস্থান এখন চতুর্থ। সবার উপরে যুক্তরাষ্ট্রের অবস্থান। এরপরই রয়েছে স্পেন ও ব্রিটেন।
রাশিয়ায় করোনা সংক্রমণের গতি ধীর না হওয়া সত্ত্বেও পুতিন ঘোষণা করেছেন, দেশটিতে ঘরে থাকার নির্দেশনা মঙ্গলবার শেষ হবে।
ক্রেমলিন মার্চ মাসের শেষে করোনা মোকাবেলায় ঘরে থাকার নির্দেশ জারি করে বলেছে, ভাইরাস নিয়ন্ত্রণ চেষ্টায় সহায়তার জন্যে সকলে ঘরে বসেই বেতন পাবে। কিন্তু এতে করে দেশটির অর্থনীতি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।
এ কারণে ভাইরাস মোকাবেলায় জড়িত কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে পুতিন বলেন, অর্থনীতির সকল খাতে ১২ মে থেকে ঘরে থাকার নির্দেশনা তুলে নেয়া হচ্ছে।
এদিকে তার এ ঘোষণার আগে রাশিয়ায় গত ২৪ ঘন্টায় ১১ হাজারেরও বেশি লোকের করোনায় আক্রান্তের খবর প্রচার করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, প্রতিদিন করোনায় সংক্রমণের হার বাড়ার আংশিক কারণ ব্যাপক পরীক্ষা।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দেশটিতে মোট ২ লাখ ২১ হাজার ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রাশিয়ার প্রতিবেশী ইউক্রেন ও জর্জিয়া সোমবার থেকে তাদের নিষেধাজ্ঞা শিথিল করছে।
কাজাখস্তান তাদের জরুরি অবস্থা প্রত্যাহার করেছে।
বাসস/জুনা/১৯২২/জেহক