বাসস ক্রীড়া-১৩ : মরণব্যাধি ক্যান্সারে মারা গেলেন হ্যান্সি ক্রোনিয়ের বাবা

112

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-ক্রনিয়ে বাবা
মরণব্যাধি ক্যান্সারে মারা গেলেন হ্যান্সি ক্রোনিয়ের বাবা
ডারবান, ১২ মে ২০২০ (বাসস) : পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন দক্ষিণ আফ্রিকার প্রয়াত অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের বাবা উই ক্রোনিয়ে। তার বয়স হয়েছিলা ৮০ বছর। দক্ষিণ আফ্রিকার সাবেক ফ্রি স্টেট ক্রিকেট প্রেসিডেন্ট ছিলেন উই ক্রোনিয়ে।
১৯৪০ সালে জন্ম নেন উই ক্রোনিয়ে। জাতীয় দলে খেলতে না পারলেও, ঘরোয়া ক্রিকেটে ফ্রি স্টেট দলের হয়ে ১১ বছর খেলেছেন তিনি। ১৯৬০ থেকে ১৯৭১ পর্যন্ত মোট ২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন উই ক্রোনিয়ে।
ক্রিকেট ক্যারিয়ার শেষে সংগঠক হিসেবে বেশি প্রশংসা পেয়েছেন উই ক্রোনিয়ে। ১৯৮৩ থেকে ১৯৯০ পর্যন্ত ফ্রি স্টেট ক্রিকেট ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
দক্ষিণ আফ্রিকান অনেক ক্রিকেটারের পরামর্শক ছিলেন উই ক্রোনিয়ে। তাঁর হাত ধরে তারকা ক্রিকেটার হন অ্যালান ডোনাল্ড, বোয়েটা ডিপেনারমত খেলায়াড়রা।
উই ক্রোনিয়ের দুই ছেলে হ্যান্সি ও ফ্রান্স ক্রোনিয়ে ক্রিকেটার হয়েছেন। হ্যান্সি দক্ষিণ আফ্রিকার সেরা অধিনায়কের তকমা পেয়েছেন। যদিও শেষ পর্যন্ত ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হয়েছিলেন হ্যান্সি। পরে ২০০২ সালে মাত্র ৩৩ বছর বয়সে বিমান দুর্ঘটনায় মারা যান হ্যান্সি।
৫২ বছর বয়সী ফ্রান্স ক্রোনিয়ে জাতীয় দলে সুযোগ পাননি। অলরাউন্ডার হিসেবে প্রথম শ্রেনিতে ৫৬টি ও লিষ্ট ‘এ’তে ৪৮টি ম্যাচ খেলেন তিনি।
বাসস/এএমটি/১৯০৫/স্বব