বাসস বিদেশ-৯ : ইতালিতে প্লাস্টিকের ওপর করারোপ ২০২১ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে

98

বাসস বিদেশ-৯
পরিবেশ-ইতালি
ইতালিতে প্লাস্টিকের ওপর করারোপ ২০২১ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে
রোম, ১২ মে, ২০২০ (বাসস ডেস্ক) : ইতালিতে প্লাস্টিকের ওপর আরোপিত বিতর্কিত কর আইন যেটি চলতি বছর থেকে কার্যকর হওয়ার কথা ছিল তা ২০২১ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে। লা রিপাবলিকান ডেইলি সোমবার এ কথা জানায়। খবর এএফপি’র।
২০২০ সালের বাজেট প্লাস্টিকের ওপর কর আরোপ করা হয়। তবে, করোনা ভাইরাসের কারণে গত মাসে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বেশির ভাগ প্লাস্টিক উৎপাদন কারখানা প্লাস্টিকের ওপর কর আরোপ বিলম্বিত করার জন্য সরকারকে অনুরোধ জানায়।
অর্থনৈতিক উন্নয়ন সংস্থার আঞ্চলিক কাউন্সিলর ভিনসেনজো কোলা জানান, ‘এই সংকট কাটিয়ে ওঠায় কোম্পানীগুলোর বিশাল করের বোঝা লাঘব করতে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।
বাসস/ অনু-জেজেড/১৭১০/আরজি