নিউইয়র্ক সিটিতে করোনায় মৃতের সংখ্যা সরকারি হিসেবের চেয়েও বেশি

289

নিউইয়র্ক, ১২ মে, ২০২০ (বাসস ডেস্ক) : নিউইয়র্ক সিটিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা স্থানীয় সরকারি কর্মকর্তাদের হিসেবের চেয়েও সম্ভবত কয়েক হাজার বেশি।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের এক রিপোর্টে সোমবার এ কথা বলা হয়েছে।
সিডিসি’র বিশ্লেষণে বলা হয়, ১১ মার্চ থেকে ২ মে পর্যন্ত করোনায় প্রায় ২৪ হাজার ১৭২ লোক মারা গেছে।
কিন্তু ওই সময়ে সিটির হিসেবে বলা হয়েছে, ১৩ হাজার ৮৩১ জন নিশ্চিত করোনায় এবং ৫ হাজার ৪৮ জন সম্ভাব্য করোনায় মারা গেছে। ভাইরাস সংশ্লিষ্ট মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮৭৯ জনের।
রিপোর্টে বলা হয়, নিশ্চিত কিংবা সম্ভাব্য করোনা সংশ্লিষ্ট আরো ৫ হাজার ২৯৩ জনের মৃত্যুর বিষয় সনাক্ত হয়নি।
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি পর্যুদস্ত অঙ্গরাজ্য নিউইয়র্ক। জনস হপকিন্স ইউনিভার্সিটির চলমান হিসাব অনুযায়ী, এখানে করোনায় ঘোষিত মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ৬শ’।