বাজিস-১০ : জয়পুরহাটে নতুন ২৩ জনসহ মোট আক্রান্ত ৭০

110

বাজিস-১০
জয়পুরহাট-করোনা
জয়পুরহাটে নতুন ২৩ জনসহ মোট আক্রান্ত ৭০
জয়পুরহাট, ১২ মে, ২০২০(বাসস) : জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ জন। এরমধ্যে কালাই উপজেলায় ১৪ জন, সদরে ৩ জন, ক্ষেতলালে ১ জন ও পাঁচবিবি উপজেলায় রয়েছেন ৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭০ জনে। আজ সকালে সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বাসসকে এ তথ্য জানান।
জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম সূত্র জানান, সকালে ঢাকা আইইডিসিআর থেকে ১৬৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এরমধ্যে ৮ জনের পজেটিভ পাওয়া যায়। বগুড়া শজিমেক থেকে আসা ৯৭ টি রিপোর্টের মধ্যে ১৫ টি পজেটিভ বলে জানানো হয়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭০ জনে।
জেলায় করোনা সংক্রমণের সংখ্যা দিন-দিন বেড়েই চলেছে। বর্তমানে রাজশাহী বিভাগের মধ্যে করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে জয়পুরহাট।
উপজেলা ভিত্তিক সংক্রমণের মধ্যে রয়েছে- জয়পুরহাট সদরে ৮ জন, কালাই উপজেলায় ৪৪ জন, ক্ষেতলাল উপজেলায় ৩ জন, আক্কেলপুরে ৫ জন ও পঁচিবিবি উপজেলায় ১০ জন। জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১৬ এপ্রিল।
এদিকে, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭২ জনসহ জেলায় ১ হাজার ২৬৫ জনকে কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এরমধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ১৪১ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৭৫ জন ও আইসোলেশনে ৪৯ জন।
বাসস/সংবাদদাতা/১৬৩৫/কেজিএ