শরীয়তপুরে ৪০ হাজার কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দিলেন অপু এমপি

533

শরীয়তপুর, ১২ মে, ২০২০ (বাসস) : করোনা দুর্যোগে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু নিজস্ব উদ্যোগে পালং ও জাজিরা এলাকার কর্মহীন ৪০ হাজার পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু এমপি আজ বাসস’কে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক করোনা মহামারীতে বাংলাদেশের একটি মানুষও যেন ক্ষুধায় কষ্ট না পায়, সে লক্ষ্যেই কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। তারই অংশ হিসেবে গত দুই মাস পালং ও জাজিরা উপজেলার ২টি পৌরসভা ও ২৫টি ইউনিয়নের ৪০ হাজারেরও অধিক পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
এ ছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যাতে বাড়ির আঙ্গিনা পতিত না থাকে সে জন্য নির্ধারিত কৃষকদের মধ্যে বিনামূল্যে শাস-সব্জির বীজ বিতরণ করা হচ্ছে।
আমি নিজস্ব অর্থায়নসহ কিছু বন্ধু-বান্ধব ও শুভাকাংখীদের সমন্বয়ে একটি ত্রাণ তহবিল গঠন করেছি।
তিনি আরও জানান, দুর্যোগ কেটে না যাওয়া পর্যন্ত এ খাদ্য সহায়তা বিতরণসহ দুর্গতদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।