কুমিল্লায় চিতাবাঘ সদৃশ্য তিনটি শাবক উদ্ধার

345

কুমিল্লা (দক্ষিণ), ১২ মে, ২০২০, (বাসস) : জেলার লাকসাম থেকে আজ চিতাবাঘ সদৃশ্য তিনটি শাবক উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চনগাঁও নোয়াপাড়া গ্রামের ধান ক্ষেত থেকে স্থানীয়দের সহযোগীতায় শাবকগুলো ধরার পরে পুলিশ শাবক তিনটি উদ্ধার করে। তবে উদ্ধারকৃত শাবকগুলো চিতাবাঘের নাকি বনবিড়ালের তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানায়, কুমিল্লার লাকসাম উপজেলার চানগাঁও নোয়াপাড়ার হাজী ছেরাজুল ইসলামের ছেলে মাসুম খান নিজেদের ফসলি জমিতে ধান কাটতে গিয়ে শাবক তিনটি দেখতে পান। এসময় স্থানীয়দের সহযোগিতায় তিনি জীবিত অবস্থায় শাবকগুলো ধরেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, উদ্ধারকৃত শাবকগুলো চিতার নাকি বনবিড়ালের এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, আমরা বনবিভাগের সঙ্গে যোগাযোগ করে এগুলো তাদের কাছে হস্তান্তর করব।