বিপিএল-এপিএলে ফিক্সিং করে ৬ বছর নিষিদ্ধ শাফাক

371

কাবুল, ১১ মে ২০২০ (বাসস) : ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার পর আফগানিস্তান উইকেটরক্ষ ব্যাটসম্যান শফিকুল্লাহ শাফাককে সকল প্রকার ক্রিকেট থেকে ছয় বছরের জন্য নিষেধ করা হয়েছে। আপগানিস্তান ক্রিকেট বোর্ডের(এসিবি) পক্ষ থেকে বলা হয়েছে আফগানিস্তান প্রিমিয়ার লীগের (এপিএল) উদ্বোধনী আসর ২০১৮ সালে এবং ২০১৯ বাংলাদেশ প্রিমিযার লীগে (বিপিএল) ৩০ বছর বয়সী শাফাক ম্যাচ গড়াপেটা করেছেন বা করার চেস্টা করেছেন।
২০১৮ সালে এপিএল টি-২০ প্রথম আসর এবং ২০১৯ সালে বিপিএলে সিলেট থান্ডার্সের হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে ছিলেন ৩০ বছর বয়সী শাফাক। এমনকি জাতীয় দলের হয়ে খেলার সময় তাঁর সতীর্থকেও ম্যাচ ফিক্সিংএ উৎসাহি করেন শাফাক, এমন অভিযোগও প্রমানিত হয়েছে।
এসিবি সিনিয়র এন্টি-করাপশন ম্যানেজার সাইদ আনোয়ার শাহ কোরায়শী বলেন, ‘জাতীয় দলের সিনিয়র একজন খেলোয়াড় হয়েও ২০১৮ এপিএল টি-২০তে গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্নীতিতে জড়িত হন শাফাক। ২০১৯ বিপিএলেও এক সতীর্থকে দুর্নীতিতে জড়ানোর প্রস্তাব দেখিয়েছিলেন তিনি। যা গুরুত্বর অপরাধ বলে বিবেচিত। তাই তাকে বড় ধরণের শাস্তির আওতায় আনা হলো।’
ভবিষ্যতে কেউই যাতে এমন দুর্নীতিতে না জড়ায় সেই হুশিয়ারও দিয়েছেন কোরায়শী, ‘এমন শাস্তি অন্য সব খেলোয়াড়দের জন্য সতর্কবার্তা। অনেকের ধারনা, অনৈতিক কাজ এসিবির দুর্নীতি দমন ইউনিট প্রকাশ করবে না বা শাস্তি দিবে না। কিন্তু তাদের ধারনা ভুল। এ ব্যাপারে আমরা কোন ছাড় দিবো না।’
তিনি বলেন, ‘আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে ক্রিকেটারদের কিছু শিক্ষা দেওয়া হয়। শুধুমাত্র তাদের ক্রিকেট ক্যারিয়ারকে সুন্দর দুর্নীতিমুক্ত রাখার জন্য। তাদের উচিত সব নিয়মকানুন ভালো মেনে চলা ও পালন করা।’
আফগানিস্তানের হয়ে ২৪ ওয়ানডেতে ৪৩০ রান ও ৪৬ টি-২০তে ৪৯৪ রান করেছেন শাফাক।