বাসস বিদেশ-১১ : কাবুলের উত্তরাঞ্চলে পরপর ৪ টি বোমার বিস্ফোরণ

130

বাসস বিদেশ-১১
আফগান-সংঘাত-বিস্ফোরণ
কাবুলের উত্তরাঞ্চলে পরপর ৪ টি বোমার বিস্ফোরণ
কাবুল, ১১ মে, ২০২০ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলে সোমবার পরপর চারটি বোমার বিস্ফোরণে এক শিশুসহ চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছে।
বোমাগুলো রাস্তার পাশে পেতে রাখা হয়েছিল। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানান, এসব বোমার বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ছিল একটি পরিচ্ছন্ন দল।
খবরে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাবুল ও দেশটির বিভিন্ন অঞ্চলে জঙ্গিরা বেশ কিছু বোমা ও রকেট হামলা চালালেও সোমবারের পরপর চারটি বোমার বিস্ফোরণ ছিল বিগত কয়েক মাসের মধ্যে প্রথম সমন্বিত হামলা প্রচেষ্টা।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাথে যুগান্তকারি এক চুক্তি স্বাক্ষরের পর থেকে তালেবান জঙ্গিরা নগরীতে বড় ধরনের কোন হামলা চালায়নি। দেশটিতে শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করতেই চুক্তিটি করা হয়।
খবরে বলা হয়, এখন পর্যন্ত কোন গ্রুপ এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি।
আফগানিস্তানে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে কর্তৃপক্ষের রাজধানীতে লকডাউন আরোপের চেষ্টা চালানোর সময় এসব বোমার বিস্ফোরণ ঘটানো হলো।
বাসস/এমএজেড/১৮২২/জেহক