ওমান উপসাগরে রণতরীতে আত্মঘাতি হামলায় নিহত ১৯ : ইরান

226

তেহরান, ১১ মে, ২০২০ (বাসস ডেস্ক) : ইরানের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, ওমান উপসাগরে অনুশীলন চলাকালে রণতরীতে আত্মঘাতি ক্ষেপনাস্ত্র হামলায় ১৯ জন নিহত হয়েছে।
সামরিক বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘রোববার দুপুরে জাস্ক ও চাবাহার জলসীমায় নৌবাহিনীর কয়েকটি জাহাজের অনুশীলন চলাকালে কোনারাক লাইট সাপোর্ট জাহাজটি দুর্ঘটনায় পতিত হয়।’
বিবৃতিতে আরো বলা হয়, এতে ১৯ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।