মস্কোর কাছে অবসর নিবাসে আগুনে ৯ জন নিহত

235

মস্কো, ১১ মে, ২০২০ (বাসস ডেস্ক) : মস্কো অঞ্চলে একটি অবসর নিবাসে আগুন লেগে অন্তত ৯ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এ কথা জানায়। খবর এএফপি’র।
জরুরী সংস্থা জানায়, ক্রাসনোগোরসক শহরের বেসরকারি ওই কেয়ার হোমে রোববার মধ্যরাতে আগুন লেগে তা প্রায় এক ঘন্টা স্থায়ী হয়।
ক্রাসনোগোরসক এর পৌর সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ ঘটনায় ৯ ব্যক্তি নিহত এবং অপর আরো ৯ জন গুরুতর অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় ভর্তি রয়েছেন।
রুশ সংস্থা জানিয়েছে, অগ্নিকান্ডের সময় ৩৭ ব্যক্তি ভবনটিতে ছিলেন।
কমারসেন্ট সংবাদপত্রে বলা হয়েছে সেখানে বহু বাসিন্দা ছিলেন যাদের সরানো যায়নি এবং আগুনের তীব্রতা কমে এলেও সেখানকার কমকর্তা ও কর্মচারিরা ধোঁয়ার কারণে তাদের বের করে আনতে পারেননি।
চলতি বছর মস্কোর কাছে এটি দ্বিতীয় আগুন লাগার ঘটনা। তদন্তকারিরা গত এপ্রিলে অবসর নিবাসে এধরনের আরো একটি আগুন লাগার ঘটনার সন্ধান পান। ওই অগ্নিকা-ে ছয় ব্যক্তি নিহত হন।