নড়াইল জেলা এখন করোনা মুক্ত

292

নড়াইল, ১১ মে, ২০২০ (বাসস) : নড়াইল জেলা এখন করোনা মুক্ত। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন মোট ১৩ জন। আগে ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবার পরে আজ সোমবার বাকি তিনজনের করোনা পরীক্ষার প্রতিবেদনে ফলাফল নেগেটিভ আসায় এখন জেলায় আর কোন পজেটিভ রোগী নেই।
সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন বলেন, আক্রান্তদের মধ্যে চিকিৎসকসহ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি বলেন, নড়াইল সদরে তিনজন চিকিৎসকসহ চারজন এবং লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চারজন চিকিৎসকসহ নয়জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। যারা সবাই এখন করোনা মুক্ত। এ মূহূর্তে নড়াইল জেলা করোনা মুক্ত বলা যায় বলেও জানান তিনি।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান বলেন, করোনা কোন ভয় নয়, সচেতন থাকতে হবে। করোনা নিয়ে উৎকণ্ঠিত হবার কিছু নেই। আমরা করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে সুস্থ করেছি। তিনি সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানান।
তিনি আরও বলেন, লোহাগড়া উপজেলায় নয়জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছিলেন চিকিৎসা শেষে সবাই এখন সুস্থ।