নওগাঁয় মোট আক্রান্ত ৭০, কোয়ারেন্টাইনে ১৫৬৪ জন

370

নওগাঁ, ১১ মে, ২০২০ (বাসস) : জেলায় গত ২৪ ঘন্টায় একজন চিকিৎসকসহ আরও আটজন করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৫৬৪ জন। ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫ জন। আক্রান্তদের মধ্যে এই প্রথম একজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তিনি হলেন সাপাহার উপজেলার খয়বর আলী।
জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ আজ বাসসকে জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে- পতœীতলায় চারজন, বদলগাছিতে একজন চিকিৎসকসহ দুইজন, মান্দায় একজন এবং ধামইরহাট উপজেলায় একজন। এই আটজনসহ জেলায় সর্বমোট ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদিকে জেলায় গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে মোট ১১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। যাদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২৪ জন, রানীনগরে চারজন, আত্রাইয়ে সাতজন, মহাদেবপুরে ১৪ জন, মান্দায় তিনজন, বদলগাছিতে ছয়জন, পতœীতলায় ৩৫ জন, ধামইরহাটে ১৪ জন, সাপাহারে সাতজন এবং পোরশা উপজেলায় তিনজন। এই সময়ে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫ জন।
এ পর্যন্ত সর্বমোট হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় ৬ হাজার ৯১ জনকে এবং মোট ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৫২৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৫৬৪ জন।