চট্টগ্রামে আরও ৪৮ জনের করোনা পজিটিভ

650

চট্টগ্রাম, ১০ মে, ২০২০ (বাসস) : চট্টগ্রামে আরও ৪৮ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এর মধ্যে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতাল ল্যাব এবং ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে এদের করোনা পরীক্ষায় পজিটিভ আসে।
আজ দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, শনিবার নমুনা পরীক্ষার পর সিভাসু কর্তৃপক্ষ আজকে দুপুরে ৫৩ জনের করোনা পজিটিভ থাকার তথ্য জানায়। ৫৩ জনের মধ্যে চট্টগ্রামে শনাক্ত ৩৫ জন। বাকিরা ভিন্ন জেলার। এর আগে শনিবার রাতে ১ জনের নমুনা পজিটিভ আসে এই ল্যাবে। সেটিসহ সিভাসু ল্যাবে চট্টগ্রামের পজিটিভের সংখ্যা দাড়ায় ৩৬জন।
সিভিল সার্জন বলেন, এরআগে শনিবার রাত সাড়ে ১১টায় বিআইটিআইডি ল্যাবে ২১৩ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ৬ পুলিশসহ ১২ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে দামপাড়া পুলিশ লাইনে ৬জন, পুলিশ পরিবারের সদস্য ২জন, সীতাকুন্ড উপজেলার কালুশাহ নগর ১জন, নগরীর নেভী হাসপাতাল গেইট এলাকায় ১জন, ঈদগাঁহ বড় পুকুর এলাকায় ১জন। বিআইটিআইডিতে আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ৫৬ বছর বয়সী পুরুষ।
তিনি বলেন, চট্টগ্রামের সিভাসু ল্যাবে আজ রোববার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রামে ৩৫ জন, নোয়াখালীতে ৮ জন, ফেনীতে ৭ জন, লক্ষ্মীপুরে ৩ জন। চট্টগ্রামে পজিটিভ নতুন করোনা রোগীদের মধ্যে লোহাগাড় উপজেলার ১৪ জন, রাঙ্গুনিয়া উপজেলার ১০ জন, সন্দীপ উপজেলার ৭ জন, রাউজান উপজেলার ১ জন, বাঁশখালী উপজেলার ১ জন ও মহানগর এলাকার ২ জন রয়েছেন।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাজিব পালিত জানান, করোনা শনাক্তদের মধ্যে ৮জনই উপজেলা পরিষদ ক্যাম্পাসের বাসিন্দা। এর মধ্যে ৫ জন সরকারি কর্মকর্তা। ্য একজন নারী কর্মকর্তা, একজন নারী কর্মকর্তার গাড়ি চালক, একজন সরকারি কর্মকর্তার স্ত্রী, একজন সরকারি কর্মকর্তার দুই বছরের মেয়ে শিশু, তিনজন পুরুষ কর্মকর্তা যারা উপজেলার বিভিন্ন বিভাগে কর্মরত। বাকি দুজনের একজন রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি নিরিবিলি কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকার অপরজন দক্ষিন নোয়াগাঁও এলাকার বাসিন্দা। আক্রান্তদের কারো করোনা উপসর্গ নেই। তাই তারা নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থাকবেন।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান জানান, যাদের করোনা শনাক্ত হয়েছে, তাদের কারো করোনা উপসর্গ না থাকায় আগামীকাল তাদের স্যাম্পল পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হবে। উপজেলার একটা ভবনে করোনা শনাক্তের সংখ্যা বেশি থাকায় সেটি লকডাউনে থাকবে এবং করোনা উপসর্গ না থাকায় প্রত্যেকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন স্বাস্থ্যকর্মীসহ ১৪ জনের করোনায় পজিটিভ এসেছে। ১২ জন স্বাস্থ্যকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আক্রান্ত বাকিদের মধ্যে একজন আমিরাবাদ ও অন্যজন চুনতি এলাকার।