বাসস দেশ-২২ : শ্রমিকদের কোভিড পরীক্ষার ব্যবস্থা করল বিজিএমইএ

197

বাসস দেশ-২২
বিজিএমইএ-কোভিড পরীক্ষা
শ্রমিকদের কোভিড পরীক্ষার ব্যবস্থা করল বিজিএমইএ
ঢাকা, ১০ মে, ২০২০ (বাসস): বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করেছে। এ লক্ষ্যে আশুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে দুইজন প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান নিয়োগ দেয়া হয়েছে।
এ বিষয়ে বিজিএমইএ পরিচালক আসিফ ইব্রাহিম বাসসকে জানান, কোন শ্রমিক-কর্মচারী কোভিড-১৯ পরীক্ষা করাতে চাইলে আশুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে রিপোর্ট করবেন। পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট ব্যক্তিকে যথাযথ পরামর্শসহ আশুলিয়া স্বাস্থ্যকেন্দ্র থেকেই প্রদান করা হবে।
আগামী ১৩ মে থেকে নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যক্রম চলবে।
নিয়োগকৃত দুইজন টেকনিশিয়ান হলেন-নিজাম উদ্দিন মোবাইল নম্বর-০১৯৪৫২৮৩৭৮৬ এবং মো. সুজাত হোসেন মোবাইল নম্বর-০১৭১৩৯৬৬৮৩৭।
বাসস/আরআই/১৯৫৪/স্বব