বাসস বিদেশ-১১ : দেশব্যাপী করোনা সতর্কিকরণ পদ্ধতি চালু করছে ব্রিটেন

201

বাসস বিদেশ-১১
ভাইরাস -ব্রিটেন
দেশব্যাপী করোনা সতর্কিকরণ পদ্ধতি চালু করছে ব্রিটেন
লন্ডন, ১০ মে, ২০২০ (বাসস ডেস্ক) : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশ্যবাপী করোনার বিস্তার পর্যবেক্ষণে সতর্কিকরণ পদ্ধতি চালুর ঘোষণা দিচ্ছেন। এ পদ্ধতিতে বিভিন্ন পর্যায়ের তথ্য সংগ্রহের মাধ্যমে কিভাবে ও কোথায় লকডাউন শিথিল করা হবে তার সিদ্ধান্ত নেয়া যাবে।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় টেলিভিশন ভাষণের মাধ্যমে তিনি এ পদ্ধতি চালুর ঘোষণা দিচ্ছেন।
বায়োসিকিউরিটির নতুন কেন্দ্র থেকে এই পদ্ধতি মনিটর করা হবে। এর মাধ্যমে জনগণ ও নীতি নির্ধারকরা দেশব্যাপী করোনার পরিস্থিতি সম্পর্কে জানতে পারবে। কমিউনিটিজ সেক্রেটারি রবার্ট জেনেরিক স্কাই নিউজ টেলিভিশনকে বলেন, এ মুহুর্তে আমরা ধারণা করছি পাঁচটি স্তরের মধ্যে চতুর্থ স্তরে অবস্থান করছে দেশ। পঞ্চম স্তর সবচেয়ে উদ্বেগ ও আতংকের। তিনি বলেন, আমাদের চেষ্টা থাকবে পরিস্থিতিকে তৃতীয় স্তরে নামিয়ে আনা। এছাড়া প্রতিটি স্তরে আমাদেরকে
লকডাউন শিথিল এবং জীবন ও অর্থনীতি পুনরায় চালুর অবস্থায় থাকা।
এদিকে চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে লকডাউন শিথিলের দিকে এগুচ্ছেন।
জেরিকও বলেছেন, অর্থনীতি পুনরায় চালুর যে কোন উদ্যোগই খুব যতœ ও সতর্কতার
সঙ্গে নেয়া হবে। এদিকে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে,সরকার নতুন যোগাযোগ কৌশল চালু করবে, যেখানে জনগণকে আর বলা হবে না,‘ঘরে থাকো’। বরং বলা হবে ‘সতর্ক থাকো’।
তিনি বলেন, আমরা যতোটুকু সম্ভব ঘরেই থাকবো। কিন্তু যখন আমরা কাজে যাবো আমাদেরকে সতর্ক থাকতে হবে।
এই সতর্ক পদ্ধতি প্রথমে ইংল্যান্ডে চালু করা হবে। পরে ওয়েলস, নর্দান আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে চালুর কথা ভাবছে সরকার।
বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রিটেনের অবস্থান এবং ইউরোপের মধ্যে সর্বোচ্চ।
বাসস/জুনা/৪-৪৫/জেহক