ম্যারাডোনার জাতীয় দলের জার্সি বিক্রয়ের অর্থ পাবে বুয়েন্স আয়ার্সের দরিদ্ররা

251

বুয়েন্স আয়ার্স, ১০ মে ২০২০ (বাসস) : নিজ জন্মভূমিতে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন জাতীয় দলের জার্সিটি তিনি অটোগ্রাফ দিয়ে র‌্যাফেলে বিক্রির জন্য ছেড়ে দিয়েছেন।
জার্সি থেকে বিক্রয়কৃত অর্থ কোয়ারান্টাইনের কারনে বুয়েন্স আয়ার্সের ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে।
১৯৮৬ সালে বিশ^কাপ জয়ী মূল জার্সিটির রেপ্লিকা হিসেবে আরো বেশ কয়েকটি জার্সি ব্যবহার করেছিলেন ম্যারাডোনা। সেই রেপ্লিকা জার্সিটি তিনি র‌্যাফেলের জন্য ছেড়ে দিয়েছেন।
জার্সিটি প্রথমে নিলামে তোলার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত হয় র‌্যাফেলের মাধ্যমে এটি বিক্রি করা হবে। স্থানীয় এক বাসিন্দা মার্তা গুটিরেজ বলেছেন, ‘দিয়েগো কখনো চিন্তা করতে পারবে না সে আমাদের জন্য কি করেছে। এটা সত্যিই মূল্যহীন। মৃত্যুর আগ পর্যন্ত আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো।’
করোনা মহামারীর সাথে সাথে পুরো আর্জেন্টিনা গুরুতর অর্থনৈতিক অবক্ষয়ের মুখোমুখি হয়েছে।