বাসস দেশ-৭ : সিলেট থেকে নবম দফায় ৪৭ ব্রিটিশ নাগরিকের লন্ডন যাত্রা

113

বাসস দেশ-৭
সিলেট- ব্রিটিশ নাগরিক
সিলেট থেকে নবম দফায় ৪৭ ব্রিটিশ নাগরিকের লন্ডন যাত্রা
সিলেট, ১০ মে, ২০২০ (বাসস): করোনা পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া আরো ৪৭ জন ব্রিটিশ নাগরিককে নিয়ে সিলেট থেকে যাত্রা করেছে নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইট।
আজ সকাল সাড়ে ৮টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ এ ফ্লাইটে করে ব্রিটিশ নাগরিকরা যাত্রা করেন বলে নভোএয়ার কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে এ নিয়ে মোট নয় দফায় সিলেট- ঢাকা- লন্ডনের উদ্দেশ্যে আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা বাংলাদেশ থেকে ফেরত যাচ্ছেন।
জানা গেছে ৪৭ জন ব্রিটিশ নাগরিককে নিয়ে বিশেষ চাটার্ড ফ্লাইট আজ সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে উড়োজাহাজটি। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এরআগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন,২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন,২৯ এপ্রিল পঞ্চম দফায় ১২৭ জন,১লা মে ৬ষ্ঠ দফায় ১৪৪ জন,৫ মে সপ্তম দফায় ১৫৩ জন,৭মে অষ্টম দফায় ১৪৩ ও আজ নবম দফায় ৪৭জন যুক্তরাজ্যের উদ্দেশ্যে সিলেট ছাড়ে।
বাসস/মকসুদ/কেসি/১৪৪৩/এবিএইচ