মস্কোয় করোনা হাসপাতালে আগুনে একজনের মৃত্যু

214

মস্কো, ১০ মে, ২০২০ (বাসস ডেস্ক): মস্কোর উত্তরাংশে করোনা রোগীদের চিকিৎসার একটি হাসপাতালে আগুন ছড়িয়ে পরায় ১ জনের মৃত্যু হয়েছে, অন্যদের সেখান থেকে সরিয়ে আনা হয়েছে । জরুরি কর্মকর্তারা শনিবার এ কথা জানান।
স্পাসোকুকোটস্কি হসপিটাল নন্বর ৫০ এ শুক্রবার পর্যন্ত ৭০০ করোনা রোগী চিকিৎসাধীন ছিল।
আগুন কিভাবে ছড়িয়ে পড়েছে এবং করোনা রোগীদের ভবনে ক্ষয়ক্ষতি সম্পর্কে স্পস্ট কিছু জানা যায়নি।
মস্কোর জরুরি বিভাগ এক বিবৃতিতে জানায়, এক ব্যক্তি মারা গেছে এবং ২০০ জনকে ভবন থেকে সরিয়ে আনা হয়েছে।
এতে বলা হয়, ‘ভবনের প্রথম তলা থেকে আগুন ছড়িয়ে পড়েছে’ এবং আগুন দ্রুত নিভানো হয়েছে।
তবে সংবাদ সংস্থা এএফপি জেনেছে, আগুনে ইনটেনসিভ কেয়ার ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি বিভাগ এ বিষয়টি নিশ্চিত করেনি এবং হাসপাতাল এ বিষয় বক্তব্য দিতে রাজি হয়নি।।