নয়াদিল্লীর উপকণ্ঠে ভবন ধসে কমপক্ষে ২ জন নিহত

245

নয়াদিল্লী, ১৮ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক): ভারতের রাজধানী দিল্লীর উপকণ্ঠে নির্মাণাধীন একটি ভবন অপর একটি আবাসিক ভবনের উপর ধসে পড়ায় কমপক্ষে দু’জন নিহত হয়েছে। এতে সেখানে আরো অনেকের আটকে পড়ার আশংকা করা হচ্ছে। বুধবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
খবরে বলা হয়, জরুরি বিভাগের কর্মীরা রাজধানীর পূর্বাঞ্চলীয় স্যাটেলাইট শহর গ্রেটার নয়দার দুর্ঘটনাস্থল থেকে বুধবার সকালে দু’জনের লাশ উদ্ধার করেছে।
দমকল বাহিনীর আঞ্চলিক প্রধান কর্মকর্তা অরুণ কুমার সিং বলেন, ‘এ ধসের সময় ভবনের ভিতরে কতজন ছিল সে ব্যাপারে আমরা সুস্পষ্ট কোন তথ্য পাইনি।’ ফলে আশংকা করা হচ্ছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
তিনি জানান, ভবনটি ভিতরে আরো অনেকে আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের সংখ্যা কত তা জানা যায়নি।
এ উদ্ধার অভিযানে জরুরি বিভাগের কমপক্ষে ১শ’ কর্মী কাজ করছে। তারা সেখানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তুপ সরিয়ে লোকজন উদ্ধারে তল্লাশি অব্যাহত রেখেছে।
কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ছয়তলা বিশিষ্ট ভবন পাশের চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের ওপর ধসে পড়ে।